ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

এসডিজি বাস্তবায়নে মিডিয়ার ভূমিকা নিয়ে আরটিভির আলোচনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
এসডিজি বাস্তবায়নে মিডিয়ার ভূমিকা নিয়ে আরটিভির আলোচনা

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ‘দ্য রোল অব মিডিয়া ইন এসডিজি এরা’ শিরোনামে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) বেসরকারি টিভি চ্যানেল আরটিভি এ আলোচনা সভার আয়োজন করে।



আলোচনায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এসডিজি এবং বাংলাদেশ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন জাতিসংঘে গুয়াতেমালার সাবেক স্থায়ী প্রতিনিধি লুই ফারনান্দো ক্যারেরা ক্যাস্ত্রো।

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে, জনসচেতনতা ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি। এ লক্ষ্য অর্জনে সরকারকে জ্বালানি খাত ও অবকাঠামো  তৈরির উপর বিশেষ জোর দেওয়া উচিত বলেও মনে করেন তিনি।

জাতিসংঘের সাবেক এ কর্মকর্তা উন্নয়নশীল দেশগুলোর ঋণ কার্যক্রমে দাতা সংস্থাগুলোর  শর্তের বেড়াজাল এড়াতে, দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ দেন।  

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন, সিনিয়র সাংবাদিক ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, অধ্যাপক গোলাম রহমানসহ অনলাইন নিউজপোর্টাল, এফএম ও কমিউনিটি রেডিওর প্রতিনিধি, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ‍ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।