ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পাকিস্তান দূতাবাস ঘেরাওয়ের হুঁশিয়ারি গণজাগরণ মঞ্চের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
পাকিস্তান দূতাবাস ঘেরাওয়ের হুঁশিয়ারি গণজাগরণ মঞ্চের

ঢাকা: পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব, গণহত্যার দায় অস্বীকার ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করায় ঢাকায় পাকিস্তান দূতাবাস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

বুধবার (২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।



বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ভাস্কর রাশা, তাহমিন সুলতানা স্বাতী প্রমুখ।

পাকিস্তানের মিথ্যাচার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দাবি করে ইমরান এইচ সরকার বলেন, পাকিস্তান পরিকল্পিতভাবেই গোয়েবলসীয় কায়দায় গণহত্যার দায় অস্বীকার করে মিথ্যাচার করে যাচ্ছে। কিন্তু তাদের অপরাধের অসংখ্য প্রমাণ রয়ে গেছে।

সরকারকে নমনীয় আখ্যা দিয়ে ইমরান বলেন, গণজাগরণ মঞ্চ যখন পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে, সরকার তখন বাণিজ্য মেলায় পাকিস্তানিদের রমরমা ব্যবসা করার সুযোগ করে দিয়েছে। সরকার পাকিস্তানি পণ্য আমদানি করে যাচ্ছে, সেই সঙ্গে পাকিস্তানি জঙ্গিবাদও আমদানি হচ্ছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হলে চিরুনি অভিযান চালিয়েও আর জঙ্গি খুঁজে পাওয়া যাবে না।

তিনি আরো বলেন, আমরা এই ন্যাক্কারজনক বক্তব্য প্রত্যাহার এবং গণহত্যার দায় স্বীকার করে বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় ২০১৩ সালে বাংলাদেশের জনগণ যেভাবে পাকিস্তান দূতাবাস ঘেরাও করে তাদের ঔদ্ধত্যের জবাব দিয়েছিল, আবারও একইভাবে কঠোর কর্মসূচি দিতে মানুষ দু’বার ভাববে না।

সমাবেশে শেষে একটি মশাল মিছিল শাহবাগ থেকে টিএসসি ঘুরে শাহবাগে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।