ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
গাজীপুরে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ১

গাজীপুর: গাজীপুরে কালীগঞ্জ পৌরসভার মোনশেফপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকালে ঘোড়াশাল-টঙ্গী সড়কে এ ঘটনা ঘটে।



নিহতের নাম মো. দুলাল মিস্ত্রী (৪৫)। তিনি টঙ্গীর আমতলী এলাকার পিজেন মিস্ত্রীর ছেলে। আহতরা হলেন- মো. মিজান (৩৫), অনুপম গোমস্তা (৩২) ও জয়ন্ত কুমার (২৪)।
 
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশীষ কুমার বণিক জানান, সংঘর্ষে অটোরিকশার চার যাত্রী আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে দুলাল মিস্ত্রীর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকা নিয়ে যাওয়ার পথে সকাল ৯টার দিকে দুলাল মিস্ত্রীর মৃত্যু হয়। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।