ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

উপজেলা করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

পাথরঘাটা (বরগুনা): বরগুনা জেলার পাথরঘাটা থেকে ৩৩ পিস ইয়াবাসহ মো. রুবেল (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সোনালী ব্যাংকের সামনের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।



রুবেল পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজী আ. বারেক মিয়ার ছেলে।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. কামাল বাংলানিউজকে জানান, সোনালী ব্যাংকের সামনে আফি স্টোর নামে একটি দোকানের মালিক রুবেল কসমেটিক্সের ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিলেন, এমন তথ্যের ভিত্তিতের অভিযান চালানো হয়। এরপর ওই দোকানে তল্লাশি চালিয়ে ৩৩ পিস ইয়াবা পাওয়া গেলে রুবেলকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।