ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রেলের ১১ স্টেশনের সিগন্যাল আধুনিকায়নে চুক্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
রেলের ১১ স্টেশনের সিগন্যাল আধুনিকায়নে চুক্তি

ঢাকা: বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম-চিনকী আস্তানা সেকশনে ১১টি স্টেশনের সিগন্যাল ব্যবস্থার আধুনিকায়নে চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে পুরনো সিগন্যাল ব্যবস্থার পরিবর্তে কম্পিউটারভিত্তিক আধুনিক সিগন্যাল ব্যবস্থা চালু করবে বাংলাদেশ রেলওয়ে।



বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) রেল ভবনে দক্ষিণ কোরিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান এলএসআইএস'র সঙ্গে বাংলাদেশ রেলওয়ের এক চুক্তি স্বাক্ষর হয়।

রেলওয়ের এই প্রকল্পের পরিচালক মো. আবুল কালাম ও এলএসআইএস'র পরিচালক জং চ্যান লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিন, রেলওয়ে মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলওয়ে এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী দুই বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্পটির চুক্তি মূল্য ধরা হয়েছে ২২৪ কোটি ৬৮ লাখ টাকা। যার মধ্যে প্রকল্প সহায়তা ১৮০ কোটি ৪০ লাখ টাকা এবং বাকি ৪৪ কোটি টাকা সরকারি তহবিল থেকে আসবে। সরকারি তহবিলের বাইরে এই প্রকল্পে অর্থায়ন করছে দক্ষিণ কোরিয়া সরকার।

এতে আরও জানানো হয়, চট্টগ্রাম-চিনকী আস্তানা সেকশনে ১১টি স্টেশনের সিগন্যাল ব্যবস্থার আধুনিকায়নে কাজ করবে এলএসআইএস। কম্পিউটার ভিত্তিক রঙিন আলোযুক্ত আধুনিক এই সিগন্যাল ব্যবস্থার মাধ্যমে ট্রেন চলাচলের সময়সূচি ঠিক রাখা, গতি বাড়ানো, ক্রসিং গেট পারাপারে সচেতনতা বাড়ানো ও নিরাপত্তা নিশ্চিত করাসহ বেশ কিছু সুযোগ-সুবিধা বাড়বে।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এডিএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।