ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সন্তান হারা ১৯ পরিবারের আকুতি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
সন্তান হারা ১৯ পরিবারের আকুতি ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৩ সালের শেষ দিকে ঢাকার বিভিন্ন স্থান থেকে তুলে নিয়ে যাওয়া ১৯ জনের পরিবার তাদের সন্তানদের কবরস্থান দেখাতে সরকারের প্রতি আকুতি জানিয়েছেন।

শুক্রবার (০৪ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ আ‍কুতি জানান পরিবারের সদস্যরা।



নিখোঁজ যাওয়া ১৯ জন হলেন- শাহীনবাগের সাজেদুল ইসলাম সুমন ও এম এ আদনান চোধুরী, বসুন্ধরার জাহিদুল করিম তানভীর, নাখালপাড়ার আব্দুল কাদের ভূঁইয়া মাসুম, মাজহারুল ইসলাম রাসেল, কাওসার, কমলাপুরের আসাদুজ্জামান রানা, উত্তর বাড্ডার আল আমিন, সূত্রাপুরের সেলিম রেজা পিন্টু ও সম্রাট মোল্লা, বাংলাবাজারের খালিদ হাসান, বংশালের হাবিবুর বাশার জহির, পারভেজ হোসেন, মো. সোহেল, চঞ্চল, দক্ষিণ খানের নিজাম উদ্দিন মুন্না, তরিকুল ইসলাম মুন্না, সবুজবাগের মাহবুব হাসান ও কাজী ফরহাদ।

এর মধ্যে মুন্নার বাবা সামসুদ্দিন বলেন- আমাদের ছেলেদের ফিরিয়ে দেন। নতুবা গ্রেফতার দেখান। অথবা মরে গেলে তাদের কবর দেখিয়ে দেন। আমরা তাদের কবর জিয়ারত করবো। প্রধানমন্ত্রীর কাছে এ সুযোগটা চাই।

পিন্টুর বড় বোন বলেন, আমরা ভাই ফেরত চাই না। প্রধানমন্ত্রীর কাছে বলবো আমাদের সবাইকে মেরে পেলেন।

চঞ্চলের সন্তান আহাদ বলেন- আমার বাবাকে ফিরিয়ে দেন।

আদনানের বাবা রুহুল আমিন বলেন, আমাদের কষ্টের কথাগুলো প্রধানমন্ত্রীর কাছে পৌছে দিন। কেন আমাদের সন্তানগুলো নিলো। প্রধানমন্ত্রী নির্দেশ দিলে হয়তো তাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে।

সোহেলের সন্তান বলেন, আমার জন্মদিনের দিন শাহবাগে ফুল আনতে গিয়ে নিখোঁজ হন বাবা। আমরা আশা করবো প্রধানমন্ত্রী তাকে ফেরত দেবেন।

সংবাদ সম্মেলনে নিখোঁজ পরিবারদের সঙ্গে উপস্থিত রয়েছেন- আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নুর খান লিটন।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
ইএস/আরইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।