ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
শ্রীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিশু নিহত

গাজীপুর: জেলার শ্রীপুরে মহাসড়ক পার হওয়ার সময় ক‍াভার্ড ভ্যান চাপায় এক রুবেল (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (০৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২নং সিএন্ডবি বাজার এলাকায় এ দুর্ঘটন‍া ঘটে।



নিহত রুবেল সিলেটের দুয়ারাবাজার উপজেলার আছির নগর এলাকার কবিরখালি গ্রামের এনামুল হকের ছেলে।
 
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম মিষ্টার বাংলানিউজকে বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার‍াপার হওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

এ ঘটনায় স্থানীয় জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। অবরোধে মহাসড়কের উভয় পাশে দুই কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মাওনা হাইওয়ে থানা পুলিশ তাদের সরিয়ে দিলে  যান চলাচল স্বাভাবিক হয়।  

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম জানান, ঢাকাগামী ক‍াভার্ড ভ্যান চাপায় শিশু নিহতের ঘটনায় স্থানীয় জনতা ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে আটক করেছে।

আটককৃত চালক নোয়াখালীর শ্যামবাগ উপজেলার মনির আহমেদের ছেলে সাখাওয়াত হোসেনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

নিহত রুবেলের মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
বিএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।