ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জ থেকে ছয় ডাকাত আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
নবাবগঞ্জ থেকে ছয় ডাকাত আটক ফাইল ফটো

ঢাকা (নবাবগঞ্জ): ঢাকার নবাবগঞ্জ উপজেলা থেকে ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বাংলানিউজকে এ তথ্যটি জানান।



এর আগে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে দোহার ও নবাবগঞ্জ সড়কের চালনাই এলাকায় ডাকাতি হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ওই এলাকায় তাঁত শিল্প কারখানার ভেতর থেকে ছয় ডাকাতকে আটক করা হয়।

আটক ডাকতরা হলো কাজীপুড়া গ্রামের বাবর আলী খানের ছেলে সোহেল রানা, একই গ্রামের আলীর ছেলে ভুলু, তামাই গ্রামের বশির আহমেদের ছেলে সোলায়মান, একই গ্রামের আইয়ূব আলীর ছেলে তুহিন এবং মৃত তমসের ছেলে মজনু ও চালা গ্রামের আব্দুল্লাহ মহিউদ্দিন।

এরা সবার বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায়।

আটক ডাকাতদের নামে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে, জানান  সাইদুর।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।