ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নিকলীতে মাতলামির দায়ে ৩ জনের অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
নিকলীতে মাতলামির দায়ে ৩ জনের অর্থদণ্ড

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মদ খেয়ে মাতলামি করার দায়ে তিনজনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (০৪ ডিসেম্বর) বিকেলে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব আলম এ জরিমানা করেন।



জরিমানা প্রাপ্তরা হলেন- নিকলী সদর ইউনিয়নের বাসিন্দা বিল্লাল হোসেন (৫৮) , জসিম উদ্দিন (২৪) ও বিল্লাল মিয়া (২৯)।

পুলিশ সূত্র জানায়, উপজেলা সদরের সোয়াইজনি নদীর ঘাটে বসে তিনজন মদ খেয়ে মাতলামি করছিলেন। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব আলম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।