ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

চান্দিনায় জামায়াত নেতা গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, ডিসেম্বর ৪, ২০১৫
চান্দিনায় জামায়াত নেতা গ্রেফতার

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মওলানা আবুল হাসেমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে নিজ এলাকার একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়।



জামায়াত নেতা আবুল হাসেম পৌর এলাকার ছায়কোট গ্রামের বাসিন্দা এবং স্থানীয় হারং সিনিয়র দাখিল মাদ্রাসার শিক্ষক।

চান্দিনা থানার উপ পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম পলাশ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামায়াত নেতা আবুল হাসেমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চান্দিনায় বাসে পেট্রোল বোমা হামলা, নাঙ্গলকোট-লাকসাম ও ব্রাহ্মণপাড়া থানায় রেল লাইনে নাশকতাসহ ৪টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এসএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।