ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সুজানগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
সুজানগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১

পাবনা: পাবনার সুজানগরের সিন্দুবরুরিয়া গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সোরহাব মোল্লা (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পাবনা মেডিকেল কলেজ (পামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



নিহত সোরহাব মোল্লা উপজেলার সাগরকান্দি ইউনিয়নের সিন্দুবরুরিয়া গ্রামের বাসিন্দা। একই ঘটনায় তার ছেলে শাহিন মোল্লা (১৮) গুরুতর আহত হয়েছেন। তিনি পামেক হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে বিকেল সোয়া ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার বাংলানিউজকে জানান, জমি নিয়ে সোরহাব মোল্লার সঙ্গে একই গ্রামের মতি জোয়ার্দ্দারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার বিকেলে সোরহাব ও তার ছেলে শাহিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে প্রতিপক্ষ।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সন্ধ্যা ৬টার দিকে সোরহাবের মৃত্যু হয়। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।