ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যুদ্ধাপরাধীদের বিচারে গণমাধ্যম সোচ্চার ভূমিকা রেখেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
যুদ্ধাপরাধীদের বিচারে গণমাধ্যম সোচ্চার ভূমিকা রেখেছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের সংবাদমাধ্যম সব সময় মুক্তিযুদ্ধের পক্ষে ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে। ভবিষতেও একই ধারা অব্যাহত রাখবে।



শুক্রবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘যুদ্ধাপরাধের বিচার ও গণমাধ্যমের দায়বদ্ধতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
 
‘গণমাধ্যম গবেষণা ও উন্নয়ন কেন্দ্র’ এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
 
অন্যদের মধ্যে বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ, সুপ্রিম কোর্টের আইনজীবী স ম রেজাউল করিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরিন আফরোজ, আওয়ামী লীগের সাবেক নেতা মোজাফফর আহমেদ পল্টু, সাংবাদিক সৈয়দ ইসতিয়াক রেজা, কবি নাসির আহমেদ, সাংবাদিক কুদ্দুস আফ্রাদ প্রমুখ বক্তব্য দেন।
 
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক খবর প্রচারে সংবাদমাধ্যম কোনোভাবেই নিরপেক্ষ হতে পারে না। একই সঙ্গে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার, সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও জঙ্গিবাদের বিষয়েও নিরপেক্ষ হতে পারে না সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ‍১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
টিএইচ/ এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।