ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাসে ঢাবি ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগ, মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
বাসে ঢাবি ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগ, মামলা ছবি: প্রতীকী

ঢাকা: গ্রামের বাড়ি থেকে বাসে করে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (০৪ ডিসেম্বর) এ ঘটনায় শুকতারা পরিবহনের অভিযুক্ত হেলপার মামুনের বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রী।



পরে তা মামলা হিসেবে নেওয়া হয়েছে বলে জানান ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান।

বাংলানিউজকে তিনি জানান, লাঞ্ছনার শিকার ঢাবি ছাত্রী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পরে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

ওসি জানান, ওই ছাত্রী অভিযোগ করেছেন, শুক্রবার দুপুরে গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে শুকতারা পরিবহনের একটি বাসে করে ঢাকায় আসছিলেন তিনি।

বাসচালকের পাশের আসনে বসেছিলেন তিনি। বাসটি কিছুদূর আসার পর তার পাশে থাকা যাত্রী নেমে যান। তখন পাশের আসনে বসেন বাসের হেলপার মামুন।

ছাত্রীর বরাত দিয়ে ওসি সেলিমুজ্জামান বলেন, ওই সময় বাসে মাত্র ১০ থেকে ১২ জন যাত্রী ছিল। একপর্যায়ে মামুন তার সঙ্গে অশালীন আচরণ শুরু করেন।
‘প্রতিবাদ করলে মামুন তাকে গালিগালাজ করতে থাকেন। এরপর ওই ছাত্রী গাবতলী বাসস্ট্যান্ডে থানায় লিখিত অভিযোগ করেন। ’

ওসি বলেন, অভিযোগে ওই ছাত্রী বলেছেন, চালক হেলপারকে মামুন বলে ডেকেছেন। অভিযোগেও এ নাম উল্লেখ করেছেন তিনি।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান দারুস সালাম থানার ওসি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এনএ/এমএ/এনএইচএফ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।