ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধাম‍রাইয়ে বাসচাপায় সেনা সদস্যের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
ধাম‍রাইয়ে বাসচাপায় সেনা সদস্যের মৃত্যু

ধামরাই (ঢাকা): ঢাকা জেলার ধামরাইয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মো. ইব্রাহিম হোসেন নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৪ ডিসেম্বর) বিকালে ধামরাইয়ের ইসলামপুরে এ দুর্ঘটনা ঘটে।



নিহত সার্জেন্ট ইব্রাহিম সেনাসদর দফতরে মেডিকেল সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

তিনি মাদারীপুরের কালকিনি থানার গোপালপুর গ্রামের মৃত সিকদার আলীর ছেলে। সাভারের কমলা এলাকায় সপরিবারে থাকতেন সার্জেন্ট ইব্রাহিম।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ধামরাই থেকে সাভার যাওয়ার পথে ইসলামপুর এলাকায় পেছন থেকে একটি দ্রুতগামী বাস ইব্রাহিমের মোটরসাইকেলকে ধাক্কা  দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি রিজাউল হক।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এসএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।