ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
গাজীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

গাজীপুর: একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মো. হারুন (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার মাস্টারবাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক হারুন গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানিশাইল এলাকার ওমর আলীর ছেলে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল মিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকায় সন্দেহজনকভাবে একটি মোটরসাইকেল থামানো হয়। এসময় মোটরসাইকেল আরোহী হারুনের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।