ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে রাসমেলায় ককটেল বিস্ফোরণ, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
দিনাজপুরে রাসমেলায় ককটেল বিস্ফোরণ, আহত ৬

দিনাজপুর: জেলার কাহারুল উপজেলার কান্তজীর মন্দিরে রাসমেলায় ককটেল বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



শুক্রবার (৪ ডিসেম্বর) দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন- দিনাজপুরের কাশীপুর বীরগঞ্জের উমাকান্ত দাস (২২), লালমনিরহাট জেলার কালীগঞ্জ সদরের সাধন (৩৫) ও রংপুরের বদরগঞ্জ দামকরপুরের মোকাদ্দেস (৩৯)।

আহত অপর তিনজন হলেন- নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়ার মিঠু (৩০), শিবপুর সদরের লুঙ্গি ব্যবসায়ী জব্বার আলী (২৮) ও কাহারুল উপজেলার দশমাইল এলাকার সাইদুর (২৭)।

আহত সাইদুর বাংলানিউজকে জানান, রাত আনুমানিক সাড়ে ১২টায় রাসমেলার যাত্রা প্যান্ডেলে হঠাৎ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে ছয়জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. নাহিদ জানান, আহতদের পায়ের বিভিন্ন স্থানে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।