ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে ২ মাদক ব্যবসায়ী কারাগারে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
ধুনটে ২ মাদক ব্যবসায়ী কারাগারে

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়।



এরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের ভুলু প্রামাণিকের ছেলে রবিউল ইসলাম বিপ্লব (৩৫) ও ধুনট উপজেলার ভালুকাতলা গ্রামের আবুল হোসেনের ছেলে লিটন মণ্ডল (৩৪)।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রবিউল ও লিটন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। খবর পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে ধুনট-জোড়শিমুল সড়কের চিকাশি চরা ব্রিজের কাছে অভিযান চালায় পুলিশ। এসময় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল ও লিটনকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এএটি/ এসআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।