ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত বাংলাদেশে বসবাসকারী পাকিস্তানি নাগরিকরা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত বাংলাদেশে বসবাসকারী পাকিস্তানি নাগরিকরা’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার(ঢাকা): দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার সাথে পাকিস্তানের অবৈধ অনুপ্রবেশকারী নাগরিকসহ বৈধভাবে বসবাসরত নাগরিকরাও জড়িত বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী।

শনিবার(৫ ডিসেম্বর) দুপুরে সাভারের ভাকুর্তায় নবনির্মিত ভাকুর্তা কলেজ ভবন উদ্বোধন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যকালে আওয়ামী লীগ নেতা ও খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম একথা বলেন।



এ সময় তিনি দেশবাসীকে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার অনুরোধ জানান। তিনি বলেন, ১৯৭৫ সালে বিশ্ব দরবারে জাতির জনক বঙ্গবন্ধু যখন আন্তর্জাতিক নেতা হিসেবে উদীয়মান হচ্ছিলেন। ঠিক সেই সময় তাকে হত্যা করা হয়। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আন্তর্জাতিক প্রভাবশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, তখন দেশ ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে।

তিনি শিক্ষা শিক্ষক ও অভিভাবকদের দেশের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে অবগত করারও অনুরোধ জানান।

কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি আতাউর রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনজিস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, ভাকুর্তা ইউপি চেয়ারম্যান আনোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ঢাকার অতি সন্নিকটে অবহেলিত ভাকুর্তা ইউনিয়নে এই প্রথম সরকারি অনুদানে ৭৫ লাখ টাকা ব্যয়ে একতলা ‘ভাকুর্তা উচ্চ বিদ্যালয় ও কলেজ’ ভবন বিশিষ্ট কলেজ প্রতিষ্ঠিত হল।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা,ডিসেম্বর ০৫,২০১৫
আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।