ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
খুলনায় উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে

খুলনা: খুলনা মহানগরীতে শনিবার (৫ নভেম্বর) সকালে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম গৌরাঙ্গ বিশ্বাস (৩২)।

তিনি রূপসা উপজেলার আইচগাতি গ্রামের দীলিপ বিশ্বাসের ছেলে।
 
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. শফিকুল ইসলাম দুপুর ২টা দিকে বাংলানিউজকে এ কথা জানান।

শনিবার সকাল ১০টার দিকে নগরীর সিমেট্রি রোডের খ্রিস্টান সমাধি থেকে তার মরদেদেহ উদ্ধার করা হয়। পুলিশ মনে করছে, গৌরাঙ্গকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ময়নাতদন্তের জন্য উদ্ধার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, হত্যাকাণ্ডের কোনো ক্লু পাওয়া যায়নি। নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কারা কী কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।
 
স্থানীয়রা জানান, নিহত গৌরাঙ্গ দীর্ঘ দিন ওই কবরস্থান সংলগ্ন মুড়িপট্টি এলাকায় একটি স্বর্ণের দোকানে কাজ করতেন।
 
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এমআরএম/ওএইচ/এইচএ/

** খুলনায় যুবকের মরদেহ উদ্ধার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।