ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মৌলবাদের বিরুদ্ধে ভূমিকা পালন করতে হবে এনজিওগুলোকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
মৌলবাদের বিরুদ্ধে ভূমিকা পালন করতে হবে এনজিওগুলোকে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে এনজিওগুলোকে ভূমিকা পালন করতে হবে। জনগণের মানবিক ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার লড়াইয়ে সম্পৃক্ত হতে হবে।



শনিবার (০৫ ডিসেম্বর) দুপুরে খুলনা হাদিস পার্কে বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোকের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানের বৈশ্বিক উষ্ণতার হার বজায় থাকলে আগামীতে দেশের এক-তৃতীয়াংশ এলাকা ক্ষতিগ্রস্থ এবং প্রায় তিন কোটি মানুষ উদ্বাস্তু হবে। পরিবেশ রক্ষায় জনগণকে সচেতন করতে স্থানীয় এনজিওগুলোকে দায়িত্ব পালন এবং তাৎক্ষণিক সমস্যা সমাধানে তাদেরকে সংগঠিত করতে হবে। কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন নয়, এনজিওকে পরস্পরের সহযোগী হিসেবে কাজ করতে হবে।

রাশেদ খান মেনন বলেন, দেশের দারিদ্র্যপীড়িত মানুষ কোন পথে ধাবিত হবে তা নির্ধারণে পথপ্রদর্শকের দায়িত্ব পালনে এনজিও’র ভূমিকা অপরিসীম। দারিদ্র্য, সাম্প্রদায়িতকা ও জঙ্গিবাদের বিরুদ্ধে  মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

নবলোকের চেয়ারপার্সন অ্যাডভোকেট আবদুল্লাহ হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য হাফিজুর রহমান ভূঁইয়া এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু। স্বাগত বক্তব্য দেন নবলোকের নির্বাহী প্রধান কাজী ওয়াহিদুজ্জামান।

দরিদ্র মানুষের জন্য জনহিতকর কার্যক্রম, পীড়িতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ, জনগণের হিতকর কার্যক্রম সম্পর্কে অবহিত করা, কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি প্রশমন কার্যক্রম বাস্তবায়নসহ নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করছে নবলোক।

এর আগে সকালে মন্ত্রী খুলনা আলিম জুট মিলস শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে তিনি ফুলতলা জামিরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয় কৃষক সমিতির খুলনা জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা,  ডিসেম্বর ০৫, ২০১৫
এমআরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।