ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জ মুক্ত দিবস রোববার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
হবিগঞ্জ মুক্ত দিবস রোববার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: ৬ ডিসেম্বর, হবিগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় হবিগঞ্জ।



একইসঙ্গে মুক্ত হয় হবিগঞ্জের নবীগঞ্জ, লাখাই, চুনারুঘাট ও অন্যান্য উপজেলাও। ওইদিন পাক হানাদারদের বিতাড়িত করে সারা শহর প্রদক্ষিণ শেষে বিজয়ী মুক্তিযোদ্ধারা সদর থানায় বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

হবিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সহিদ বাংলানিউজকে জানান, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।