ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে লেগুনা-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
জামালপুরে লেগুনা-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুর সদর উপজেলায় লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার মুখামুখি সংর্ঘষে ২ জন নিহত হয়েছেন। ‍আহত হয়েছেন ৩ জন।



রোববার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে জামালপুর-মেলান্দহ সড়কের ঝিনাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইসলামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের বৃদ্ধা পাংখা বেগম (৬০) ও বকশীগঞ্জ উপজেলার সাজিমারা গ্রামের বৃদ্ধা হাওয়া বেগম (৫৮)।

আহতরা হলেন, ইসলামপুর উপজেলার মৌজাজাল্লাহ গ্রামের অটোরিকশা চালক বাদল (৪০), বকশীগঞ্জ উপজেলার সাজিমারা গ্রামের লঙ্খিনধর (৫০), ইসলামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের উমর আলী (৪০)।

এদের মধ্যে বাদল ও উমর আলীকে উন্নত চিকি‍ৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ভোরে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুরগামী অটোরিকশাটি ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে মুখামুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বাংলানিউজকে জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫/আপডেট: ১৩১৮ ঘণ্টা
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।