ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে বাস চাপায় অটোরিকশা যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
নোয়াখালীতে বাস চাপায় অটোরিকশা যাত্রী নিহত

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর জিরোপয়েন্ট এলাকায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন।



রোববার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বাসের চাপায় অটোরিকশা যাত্রী আকরাম হোসেন (২৫) নিহত হন।

নিহত আকরাম হোসেন সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের মহিউদ্দিনের ছেলে। তবে আহতদের নাম জানা যায়নি। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সকালে সোনাপুর জিরোপয়েন্টে থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি ছেড়ে আসে। বিআরটিসি বাস কাউন্টারের সামনের সড়ক দিয়ে অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একুশে এক্সপ্রেসের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আকরামের মৃত্যু হয়। এ সময় অটোরিকশার চালক ও ৪ যাত্রী আহত হন।

সুধারাম থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মীর্জা মো. হাসান সড়ক বাংলানিউজকে জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।