ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

৬ ডিসেম্বর বিয়ানীবাজার হানাদারমুক্ত দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, ডিসেম্বর ৬, ২০১৫
৬ ডিসেম্বর বিয়ানীবাজার হানাদারমুক্ত দিবস

সিলেট: একাত্তরের মুক্তিযুদ্ধে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় শহীদ হয়েছিলেন ১১৪ জন বীর মুক্তিযোদ্ধা। বৃথা যায়নি তাদের আত্মত্যাগ।

দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে নিজেদের জীবন দিয়ে বিয়ানীবাজারকে হানাদারমুক্ত করে গেছেন এ বীর সেনারা।

৬ ডিসেম্বর (রোববার) বিয়ানীবাজার হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভোরে উপজেলার মুডিয়া ইউনিয়নের তাজপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের মুখোমুখি যুদ্ধ হয়।

যুদ্ধে পাকহানাদাররা পিছু হটে বিয়ানীবাজার থানা ক্যাম্প থেকে পালিয়ে যায়। এরপর মুক্তিযোদ্ধারা বিয়ানীবাজার থানা টিলায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।

মুক্তিযুদ্ধে এ এলাকায় হানাদারদের হাতে নিহত হন তৎকালীন একমাত্র প্রবাসী বাউল কমর উদ্দিন। হানাদার বাহিনী উপজেলার কাঁঠালতলা বধ্যভূমি ও রাধাটিলায় স্থানীয়দের ধরে এনে পৈশাচিক নির্যাতন চালাত।

সে সময়ে কাঁঠালতলায় প্রায় ষাটের অধিক এবং রাধাটিলায় প্রায় ৩০ জনকে হত্যা করে পাকিস্তানি হানাদার ও তাদের দেশিয় দোসররা। এছাড়া রাধা টিলায় সুপাতলার ঘোষ পরিবারের ১২ জনকে এক সঙ্গে হত্যা করে হানাদার বাহিনী।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এনইউ/ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।