ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিজিবি’তে ১০০ নারী সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
বিজিবি’তে ১০০ নারী সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে ছবি: কাসেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ১০০ জন নারী সদস্য নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে বিজিবি’তে নারীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডিজি মেজর জেনারেল আজিজ আহমেদ।
 
রোববার (৬ ডিসেম্বর) দুপুরে বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



বিজিবি’র ডিজি বলেন, মন্ত্রণালয় প্রথমে ৫০ জন নারী সদস্য নিয়োগের অনুমোদন দিয়েছিল। কিন্তু ব্যাপক সাড়া পাওয়ার কারণে আমরা অনুরোধ করে সেটাকে বাড়িয়ে ১০০ জন করিয়েছি। এর মাধ্যমে বিজিবি’তে নারী সদস্য নিয়োগ প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশের জনগণ যদি রাতের আঁধারে অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ না করে তাহলে সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব। সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে নাগরিকদের সচেতনতা প্রয়োজন। নাগরিকরা সচেতন হলেই এটা আর থাকবে না।
 
সীমান্ত হত্যাকাণ্ডের পরিসংখ্যান তুলে ধরে আজিজ আহমেদ বলেন, গত বছর সীমান্তে ৪০ জনকে হত্যা করা হয়েছে। এ বছর এখন পর্যন্ত ৩৩ জনকে হত্যা করা হয়েছে।
 
তিন বছর আগে বিজিবি’র ডিজি হিসেবে দায়িত্ব নেওয়ার সময় আজিজ আহমেদ বলেছিলেন, সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে আনবো।

তার সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ার পেছনে নাগরিকদের অসচেতনাতাকেই দায়ী করলেন বিজিবি’র ডিজি। তিনি বলেন, নাগরিকরা সচেতন নয় বলেই সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোটায় আনা যায়নি।
 
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
এসএম/এনএ/আরএম


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।