ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে পরিবহন ধর্মঘট চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
পঞ্চগড়ে পরিবহন ধর্মঘট চলছে ফাইল ফটো

পঞ্চগড়: মহাসড়কে ব্যাটারি ও ডিজেল চালিত তিন চাকার যানবাহন চলাচল বন্ধের দাবিতে পঞ্চগড়ের অভ্যন্তরীণ সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

রোববার (৬ ডিসেম্বর) সকাল থেকে জেলা মোটর মালিক সমিতি ও তিনটি শ্রমিক সংগঠন এ ধর্মঘটের ডাক দেয়।



সকালে দূরপাল্লার কয়েকটি বাহী বাস পঞ্চগড় ছেড়ে গেলেও এরপর থেকে কোনো যানবাহন চলাচল করছে না। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

জেলা মোটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার মিন্টু বাংলানিউজকে জানান, দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের ধর্মঘট চলবে।

পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) মো. গিয়াস উদ্দীন আহমদ জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দ্রুত এর সমাধান হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।