ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে বাসচাপায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
তাড়াশে বাসচাপায় বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নানগর এলাকায় বাসের চাপায় জয়নাল আবেদিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল উপজেলার ঘরগ্রামের বাসিন্দা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, দুপুরে জয়নাল হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। চালক ও বাসের হেলপার পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।