ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

খুলনা: খুলনায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।



রোববার (০৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মহানগরের দৌলতপুর রেলিগেট এলাকায় খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিকাশ চন্দ্র বিশ্বাস (৪৫) ও মো. সেলিম (৪৫)।

আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী রূপসা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস (যশোর-ব-০২-০০৪৫) দৌলতপুর রেলিগেট এলাকায় বেসরকারি সংস্থা অ্যাডামসের সামনে বিপরীতমুখী একটি ইজি বাইককে চাপা দেয়।

এতে ইজি বাইকটি দুমড়ে-মুচড়ে চালকসহ পাঁচ যাত্রী আহত হয়। আহতদের আশঙ্ক্ষাজনক অবস্থায় উদ্ধার করে খুমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আর আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে চালক ও সহকারী বাস রেখে পালিয়ে গেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা,  ডিসেম্বর ০৬, ২০১৫, আপডেট: ১৭১৯ ঘণ্টা
এমআরএম/ওএইচ/‌এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।