ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

তালায় দলিল পেলেন ভূমিহীনরা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
তালায় দলিল পেলেন ভূমিহীনরা

তালা(সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলার বাছাইকৃত ভূমিহীন তালিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। এ সময় ৩০টি ভূমিহীদের মাঝে নামপত্তন জারির রেকর্ডসহ দলিল হস্তান্তর করা হয়েছে।



রোববার (০৬ ডিসেম্বর) তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দলিল হস্তান্তর অনুষ্ঠান চলে।

সেখানে তালা উপজেলার ১২টি ইউনিয়নের ১৫ হাজার ২০৬ জন ভূমিহীনের একটি পূর্ণাঙ্গ তালিকা মোড়ক উন্মোচন করা হয়।

তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ও বেসরকারি সংস্থা উত্তরণের সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সাতক্ষীরা জেলা প্রশাসক মো. নাজমুল আহসান।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

উত্তরণের সহযোগী সমন্বয়কারী মো. মনিরুজ্জামান জমাদ্দারের পরিচালনায় সেখানে বক্তব্য রাখেন- খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট এনায়েত আলী, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যানর মো. ইখতিয়ার হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ও কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অধ্যক্ষ নাদিরা পারভীন, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি,  কৃষকলীগ নেতা বিশ্বজিৎ সাধু, সাংবাদিক আনিসুর রহিম ও ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু প্রমুখ।

অনুষ্ঠানে ১২ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বর, ভূমি কমিটির নেতা ও সাংবাদিকসহ আমন্ত্রিত ভূমিহীন ও সুধীমহল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
পিসি/  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।