ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিংগাইর পৌর নির্বাচন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
সিংগাইর পৌর নির্বাচন স্থগিত

মানিকগঞ্জ: ভোটার তালিকা সংক্রান্ত একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে সিংগাইর পৌরসভা নির্বাচন স্থগিত হয়েছে। চলতি বছরের ২ ডিসেম্বর উচ্চ আদালত এ আদেশ দেন।

তবে, নির্দেশনার কাগজপত্র হাতে না পাওয়ায় শনিবার(০৫ ডিসেম্বর) পর্যন্ত নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম চলছিল।

রোববার(৬ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসেন।

সিংগাইর পৌরসভার বর্তমান মেয়র খোরশেদ আলম ভূঁইয়ার ভাই মোস্তাক হোসেন ভূঁইয়া চলতি বছরের ২১ জুন এ রিট পিটিশন করেন। বর্তমান ভোটার তালিকায় নানা অসংগতির বিষয়টি তুলে ধরে তিনি নতুন ভোটার তালিকা প্রণয়নের দাবি জানান।

এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত নির্বাচন কমিশনকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে রুল জারি করেন।

কিন্তু নির্বাচন কমিশন জবাব না দিয়ে ২৪ নভেম্বর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে গত ২ ডিসেম্বর বিষয়টি জানানো হলে উচ্চ আদালত স্থগিতাদেশ দেন। কিন্তু এ সংক্রান্ত কাগজপত্র নির্বাচন কর্মকর্তার হাতে দেরিতে পৌঁছানোয় নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত ছিল।

মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও সিংগাইর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসেন বাংলানিউজকে জানান, নির্বাচন কমিশন থেকে টেলিফোনে স্থগিতাদেশের বিষয়টি তাকে নিশ্চিত করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সিংগাইর পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।