ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে ২ পৌরসভায় মেয়রসহ ৩ জনের মনোনয়ন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
পিরোজপুরে ২ পৌরসভায় মেয়রসহ ৩ জনের মনোনয়ন বাতিল

পিরোজপুর: পিরোজপুরে যাচাই বাছাই শেষে দুই পৌরসভায় মেয়রসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এরা হলেন-বিএনপির মেয়র প্রার্থী আবদুর রাজ্জাক মুনান, স্বরূপকাঠিতে এনপিপির মেয়র প্রার্থীর ছিদ্দিকুর রহমান এবং পিরোজপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মজনু তালুকদার।


 
রোববার (৬ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাই শেষে তাদের মনোনয়ন বাতিল করেন।

পিরোজপুর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মানিকহার রহমান ও স্বরূপকাঠি রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক জানান, বিএনপির মনোনীত প্রার্থী রাজ্জাক মুনানের এইচএসসির জাল সনদ জমা দেওয়া এবং মনোনয়নপত্রে সমর্থনকারী মুনামের স্ত্রী একজন সরকারি চাকরিজীবী হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

পিরোজপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মজনু তালুকদার পৌরসভার ঠিকাদার হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

এছাড়া স্বরূপকাঠি পৌরসভার নির্বাচনে ন্যাশনাল পিপলস পাটির্র (এনপিপি) মেয়র প্রার্থী মো. ছিদ্দিকুর রহমানের মনোনয়নপত্রের প্রস্তাবকারী ও সমর্থনকারী স্বাক্ষর না থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।