ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বাংলাদেশ স্বীকৃতির ৪৪তম বার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
ফরিদপুরে বাংলাদেশ স্বীকৃতির ৪৪তম বার্ষিকী উদযাপন

ফরিদপুর: ফরিদপুরে বাংলাদেশকে ভারতের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ৪৪তম বার্ষিকী উদযাপন করা হয়েছে।

ফরিদপুরে জেলা বঙ্গবন্ধু পরিষদ ও বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের যৌথ উদ্যোগে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



রোববার (০৬ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সভা শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুর রশীদ।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় বিশিষ্টজন সমীর কুমার বোস, আবদুর রহমান ব্যাপারি, পি কে সরকার,  নাজমুল কবীর মুনীর প্রমুখ।

বক্তারা বলেন, বাঙালি জাতির সশস্ত্র মুক্তিযুদ্ধের শুরু থেকেই ভারত বন্ধু রাষ্ট্র হিসেবে আমাদের পাশে দাঁড়ায়। সেদিন ভারতের স্বীকৃতির মধ্যদিয়ে বাঙালির মুক্তিযুদ্ধের বিজয় ও স্বাধীনতা অর্জন ত্বরান্বিত হয়।

সভা শেষে মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।