ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে কিশোরী ধর্ষণের ঘটনায় আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
ঘাটাইলে কিশোরী ধর্ষণের ঘটনায় আটক ৩ ছবি: প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ৩ যুবককে আটক করেছে পুলিশ।

রোববার(০৬ ডিসেম্বর) সকালে ঘাটাইল উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন, ইসলাম বাড়ি মুক্তাগাছা থানার কাঠবাউলা গ্রামের নজরুল মিয়ার ছেলে হাফিজুর রহমান (১৯), সাগরদিঘী জালালপুর গ্রামের জলিল মিয়ার ছেলে সোহেল (২৫) ও মোতালেব হোসেনের ছেলে উজ্জ্বল মিয়া(২৩)।

বুধবার (২ ডিসেম্বর) সকাল থেকে সখিপুরের সাগরদিঘী বাজারে একটি বাসায় ৪দিন ধরে আটকে রেখে ধর্ষণ করে বখাটেরা।

রোবার সকালে মেয়েটি নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাফিজুর রহমান (১৯), মজনু মিয়া(২৬), সবুজ মিয়া (২৫), সোহেল (২৫), উজ্জ্বল মিয়া (২৩), উজ্জ্বল (২৪), শাহজাহান (২৬) ও কাইলামারের(৪৫) নামে ঘাটাইল থানায় মামলা দয়ের করে।  

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বাংলানিউজকে জানান, মেয়েটির জবানবন্দি অনুসারে ৮জনকে আসামি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।