ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ৪ প্রতারক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
মানিকগঞ্জে ৪ প্রতারক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জে পুলিশ সদস্য নিয়োগে প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে প্রতারণা করে টাকা নেওয়ার চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার(০৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহরের পুলিশ লাইন এলাকা থেকে তাদের  আটক করা হয়।



আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের জাহিদুল ইসলাম, মানিকগঞ্জে শিবালয়ের আবুল শেখ, দৌলতপুরের নূরুল ইসলাম ও মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু মিয়া।

আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, আটকদের মানিকগঞ্জ সদর থানা হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মানিকগঞ্জ পুলিশ লাইনে কনস্টেবল পদে ৯৮ জনকে নিয়োগের জন্য সকাল থেকেই প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু হয়। বাইরের প্রার্থীদের অভিভাবকদের কাছে আটককৃতরা ৫ থেকে ৮ লাখ টাকার বিনিময়ে কনস্টেবল পদে নিয়োগের নিশ্চয়তা দিয়ে টাকা দাবি করছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।