ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় ধর্ষণের অভিযোগ যুবক আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
চান্দিনায় ধর্ষণের অভিযোগ যুবক আটক

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কাউসার আহমেদ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
 
রোববার দুপুরে (৬ ডিসেম্বর) তাকে উপজেলার পূর্ব মাইজখার-তীতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।


 
আটক কাউসার আহমেদ পূর্ব মাইজখার-তীতপুর গ্রামের মধু মিয়ার ছেলে।  
 
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বাংলানিউজকে বলেন, দশম শ্রেণির এক ছাত্রীকে ১ ডিসেম্বর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে বখাটে যুবক কাউসার। ধর্ষিতাকে প্রথম চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিসে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
 
শনিবার (৫ ডিসেম্বর) রাতে এ বিষয়ে ধর্ষিতার পরিবার অভিযোগ করে। অভিযোগ পেয়ে বখাটে যুবককে আটক করতে অভিযানে নামে পুলিশ। রোববার গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকা থেকে আটক করা হয়।  
 
এদিকে, রোববার (৬ ডিসেম্বর) ধর্ষিতার বাবা বাদী হয়ে ছয় জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
 
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।