ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জহির হোসেন নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করা হয়েছে। কৃষক লীগের দুই নেতার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন আহত ব্যবসায়ী জহির হোসেন।



রোববার (৬ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের মাদাম এলাকায় তাকে পিটিয়ে আহত করা হয়।

আহত ব্যবসায়ী জহির হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মো. মোস্তফার ছেলে।

আহত ব্যবসায়ী জহির হোসেনের অভিযোগ, সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুরে ইউপি সদস্য মো. সেলিম লোকজন নিয়ে ব্যবসায়ী জহিরের বসতঘরে হামলা করেন। এসময় জহিরের মা আমেনা বেগম, চাচী ফাতেমা বেগম, চাচা নুরনবীসহ ৫ জনকে পিটিয়ে আহত করা হয়। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

দুপুরে ওষুধ কিনতে সদর হাসপাতাল থেকে বের হয় ব্যবসায়ী জহির। এসময় কৃষকলীগ নেতা হিজবুল বাহার রানা ও ইউপি সদস্য জাকির হোসেন জাহাঙ্গীর ব্যবসায়ী জহিরকে একা পেয়ে চড়-থাপ্পড় মেরে মোটরসাইলে তুলে নিয়ে যায়।

একপর্যায়ে তাকে শহরের মাদাম এলাকায় নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

জহির হোসেন আরও জানান, ইউপি সদস্য সেলিম তাদের দখলীয় সম্পত্তিতে মালিকানা দাবি করে জবরদখলের চেষ্টা করছিল। জমি নিয়ে বিরোধের বিষয়টি নিষ্পত্তি করে দেওয়ার কথা বলে সেলিমের বন্ধু অপর ইউপি সদস্য জাকির হোসেন জাহাঙ্গীর তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না পেয়ে সকালে তাদের ঘরে হামলা করে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।