ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে বিদেশি মুদ্রাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
শাহজালালে বিদেশি মুদ্রাসহ আটক ১ ছবি: প্রতীকী

ঢাকা: হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল বিদেশি মুদ্রাসহ আনোয়ার মোহাম্ম‍াদ মহিউদ্দিন (৩৫) নামে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

রোববার (০৬ ডিসেম্বর) রাত ১০ট‍ার দিকে বিমান বন্দরের ট্রানজিট লাউঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।



শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, মালয়েশিয়ার কুয়ালামপুর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাত ৮টার দিকে (বিজি ০০৮৬) বিমান বন্দরে নামেন মহিউদ্দিন। এসময়ে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালিয়ে লাগেজ ও জুতা থেকে এক লাখ ৮০ হাজার সৌদি রিয়াল, ৮ হাজার ৫০০ ইউরো, ৬৪৪ রিঙ্গিত উদ্ধার করা হয়।
 
বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এনএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।