ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

আগুন নিয়ন্ত্রণের যন্ত্রাংশের সমাহার নিয়ে প্রদর্শনী শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১১, ডিসেম্বর ৭, ২০১৫
আগুন নিয়ন্ত্রণের যন্ত্রাংশের সমাহার নিয়ে প্রদর্শনী শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীতে শুরু হয়েছে ভবন বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে আগুন নিয়ন্ত্রণের যাবতীয় কলাকৌশল, যন্ত্রাংশ ও সরঞ্জামাদির সমাহার নিয়ে আন্তর্জাতিক মানের প্রদর্শনী। তবে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন হবে বেলা তিনটায়।


 
সোমবার (০৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনদিনব্যাপী  ‘ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপো ফর বিল্ডিং অ্যান্ড সেফটি’ নামের এ প্রদর্শনী শুরু হয়।
 
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হওয়া এ প্রদর্শনী শেষ হবে আগামী নয় ডিসেম্বর বুধবার। প্রদর্শনীর আয়োজনে রয়েছে অ্যালায়েন্স ও এলিভেট।
 
সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড়ও বাড়তে শুরু করেছে। তবে দর্শনার্থীদের মধ্যে সিংহভাগ ব্যবসায়ী। আর মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানের মধ্যে দেশি প্রতিষ্ঠানের চেয়ে বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি।
 
প্রদর্শনীর মূল ফটক পার হলেই হাতের বাম পাশে দেখা যাবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টল। বিভিন্ন ভবন, বাসা, প্রতিষ্ঠানে আগুন লাগার পর আগুণ নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা কী কী যন্ত্র ব্যবহার করেন, কীভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন এ সবের তথ্য ও যন্ত্রের প্রদর্শনী রয়েছে স্টলটিতে।

প্রদর্শনীতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)’র স্টল রয়েছে। স্টলটির মনিটরিংয়ে দেখানো হচ্ছে কারখানায় আগুন লাগার পর কী কী পদক্ষেপ নিতে হবে, কী কী কৌশলে আগুন থেকে রক্ষা পাওয়া যাবে।
 
প্রদর্শনী প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে আগুন নিয়ন্ত্রণের যন্ত্রাংশ দেখার পাশাপাশি নানা তথ্য সংগ্রহ করছেন।
 
আয়োজকেরা জানান, বিভিন্ন সময়ে যেসব বড় বড় দুর্ঘটনার ঘটনা ঘটে তার মধ্য অন্যতম হলো আগুন লাগার ঘটনা। তবে আগুন লাগার পর যত দ্রুত নিয়ন্ত্রণ করা যায় সেটিই বড় বিষয়।
 
আর দ্রুত ও নিরাপদে থাকার জন্য কী কী করা দরকার সেসব নিয়ে এই আয়োজন। এছাড়া বিভিন্ন সচেতনতামূলক লিফলেট ও পরামর্শও পাওয়া যাচ্ছে প্রদর্শনী থেকে।  
 
তারা জানান, মেলায় দর্শনার্থীরা সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনীতে আসতে পারেন। এজন্য কোনো টিকিট দরকার নেই। প্রদর্শনী উপলক্ষে সেমিনারও চলছে।
 
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
একে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।