ঢাকা, শনিবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ধুনটে হত্যা মামলার আসামি কারাগারে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, ডিসেম্বর ৭, ২০১৫
ধুনটে হত্যা মামলার আসামি কারাগারে

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল গোফ্ফারকে (৩৫) আটকের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়।



আব্দুল গোফ্ফার ধুনট উপজেলার শাকদহ গ্রামের হায়দার আলীর ছেলে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত কর বাংলানিউজকে জানান,  ২০১১ সালের ২১ অক্টোবর শাকদহ গ্রামে বাঙ্গালি নদীর চর দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে আক্তার হোসেন (৫৫) নামে এক কৃষক মারা যান।

এ ঘটনায় ২৩ অক্টোবর শাকদহ গ্রামের সুবিদার আলী বাদী হয়ে ২৯ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে, হত্যাকাণ্ডের পর থেকে আব্দুল গোফ্ফার পলাতক ছিলেন। রোবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শেরপুর শহর এলাকা থেকে আব্দুল গোফ্ফারকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।