ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মাগুরা মুক্ত দিবসে নানা কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, ডিসেম্বর ৭, ২০১৫
মাগুরা মুক্ত দিবসে নানা কর্মসূচি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে।
 
দিবসটি উপলক্ষে সোমবার (৭ ডিসেম্বর) সকালে নোমানী ময়দানে শহীদ বেদীতে পতাকা উত্তোলন শেষে একটি র‌্যালি বের হয়।

ৠালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার মেজর জেনারেল অব. এটিএম আব্দুল ওহাব এমপি।
 
বিশেষ অতিথি ছিলেন- মাগুরার জেলা প্রশাসক মুহা. মাহবুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুস্তম আলী, জেলা আওয়ামী লীগ সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু ও অন্যরা।

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারে সরকারকে সহযোগিতার জন্য মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণকে আহ্বান জানান।  
 


বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।