ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সাংবাদিক নাজাত হোসেন আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, ডিসেম্বর ৭, ২০১৫
সাংবাদিক নাজাত হোসেন আর নেই সৈয়দ নাজাত হোসেন

ঢাকা: চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় ‘দৈনিক নবাব’ পত্রিকার সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ছড়াকার সৈয়দ নাজাত হোসেন আর নেই (ইন্নালিল্লাহি..... রাজেউন)।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুর ২টা ৫ মিনিটে রাজধানীর সোবহানবাগের ফারাবি জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।



তিনি পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুরের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

সৈয়দ নাজাত হোসেনের মৃতদেহ ফারাবি জেনারেল হাসপাতালে রাখা আছে। সোমবার বিকেলে তার মৃতদেহ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেবেন স্বজনেরা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসএমএ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।