ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জের ধর্মপাশায় সাত ব্যক্তিকে অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
সুনামগঞ্জের ধর্মপাশায় সাত ব্যক্তিকে অর্থদণ্ড

সনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশায় মোটরযান, বিশুদ্ধ খাদ্য ও পাটজাত আইনে সাত ব্যক্তিকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৭ ডিসেম্বর) দুপুর আড়াইটা পর্যন্ত ধর্মপাশার বিভিন্ন এলাকায় প্রায় আড়াই ঘণ্টা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. নাজমুল হক।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মটরসাইকেল চালক আনোয়ার মিয়া (৩৫), সুব্রত চন্দ্র বিশ্বাস (২২), সাধন চন্দ্র সরকার (২৫), পালং সিংহ (২৪) কামাল মিয়াকে (২৭) মোটরযান অধ্যাদেশ আইন অনুযায়ী ৫শ’ টাকা করে আড়াই হাজার টাকা এবং আলী আহসানকে (২৩) বিশুদ্ধ খাদ্য আইনে ও আনোয়ার হোসেনকে (২৭) পাটজাত আইনে ৫শ’ টাকা করে এক হাজার টাক জরিমানা করা হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।