ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে অগ্নিকাণ্ডে পুড়েছে ৩ বসতঘর

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
নাটোরে অগ্নিকাণ্ডে পুড়েছে ৩ বসতঘর

নাটোর: নাটোর সদর উপজেলার ইসলাবাড়ি গ্রামে আগ্নিকাণ্ডে তিনটি বসতঘরসহ প্রায় সাত লাখ টাকার মালপত্র পুড়ে গেছে।

সোমবার (৭ ডিসেম্বর)  দুপুরে ওই গ্রামের নজরুল ইসলামের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



নাটোর ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে ওই গ্রামের নজরুল ইসলামের বাড়ির বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ সময় ওই বাড়ির তিনটি ঘরসহ মূল্যবান মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে সদর থানার পুলিশ ও নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে আগুনে ওই বাড়িতে মজুদ ধান, চাল, রসুন, পেঁয়াজ ও মূল্যবান আসবাব পত্রসহ প্রায় সাত লক্ষাধিক টাকার মালপত্র পুড়ে যায়।

নাটোর ফায়ার স্টেশন কর্মকর্তা আবু সামা জানান, আগুনে প্রায় সাত লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।