ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে নতুন ইউএনওকে বরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
কমলনগরে নতুন ইউএনওকে বরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করা মাহবুবুল আলম মজুমদারকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিদায়ী ইউএনও সামসুন নাহার সুমিকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।



সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলমের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায় ও বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বাশার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, এএনএম আশরাফ উদ্দিন, আবুল খায়ের, ফয়সল আহমেদ রতন, আশরাফ উদ্দিন রাজন রাজু, হাজিরহাট মিল্লাত একাডেমির প্রধান শিক্ষক আলতাফ হোসেন, উপজেলা জেএসডি সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিরব, ইমাম সমিতির সভাপতি মাওলানা আলী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নতুন ইউএনও’র সঙ্গে শিক্ষক ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার এ কে এম ইকবাল হোসেন ও কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইউনুছ বক্তব্য রাখেন।

পরে, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নতুন ইউএনও’র পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউএনও মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।