ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
গাংনীতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের জেল-জরিমানা ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রাসেল আহমেদ (১৫) নামে এক বখাটে যুবককে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাওট গ্রামের ওই ছাত্রীর নিজ বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান।



দণ্ডপ্রাপ্ত রাসেল গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের আনারুল ইসলামের ছেলে।

ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান বাংলানিউজকে জানান, বখাটে রাসেল সোমবার সকালে বাওট গ্রামে এসে জেএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর হাত চেপে ধরে অসামাজিক কথাবার্তা বলার চেষ্টা করে। এ সময় ছাত্রীটি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে বখাটে রাসেলকে আটক করে স্থানীয় পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুফল কুমারের কাছে সোপর্দ করেন।

পরে রাসেলকে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।