ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কমলাপুরে বাস চাপায় নিহত ১, আহত ২

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
কমলাপুরে বাস চাপায় নিহত ১, আহত ২ ছবি : প্রতীকী

ঢাকা: কমলাপুর বাস স্ট্যান্ডের সামনের সড়কে বলাকা পরিবহনের একটি বাসের চাপ‍ায় ১ নারী পোশাক শ্রমিক নিহত ও ২ জন আহত হয়েছেন।

সোমবার (০৭ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।



ঢাকা রেলওয়ে থ‍ানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ  জানান, আমার থানা এলাকায় না হলেও বাস চাপায় ৩ জন মারা গেছেন বলে আমি শুনেছি।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় আহত অবস্থায় হাজেরা খাতুন ও প্রতিবন্ধী জসিম উদ্দিন নামে দুই জনকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে ঘটনাস্থলে ৩ জন মারা গেছেন কিনা আমার জানা নেই।     

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫/আপডেট ২১৪৭
এজডেএস/এসজেএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।