ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মঙ্গলবার ফেনী যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
মঙ্গলবার ফেনী যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ফেনী: মঙ্গলবার (৮ ডিসেম্বর) ফেনীতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাংলানিউজকে এ তথ্য জানান ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শামছুল আলম সরকার।



তিনি জানান, মন্ত্রী খাগড়াছড়ির রামগড়ে যাওয়ার পথে বেলা ১১টায় ফেনী সার্কিট হাউজে যাত্রা বিরতি করবেন।

এ সময় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা করার কথা রয়েছে তার।

মন্ত্রীর আগমন উপলক্ষে ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ২৬ কিলোমিটার অংশে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।