ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে মুদি দোকানে আগুন, দগ্ধ ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
হাজারীবাগে মুদি দোকানে আগুন, দগ্ধ ৩

ঢাকা: রাজধানীর হাজারীবাগের গজমহল এলাকায় মুদির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন দগ্ধ হয়েছে।



মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে গজমহল এলাকার আলী ট্রেডার্স নামে একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- ফরিদ মিয়া (৩২), সাইফুল (২৮) ও রুহুল আমিন (২৫)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছেন।

দগ্ধ ফরিদ ওই দোকানের মালিক। সাইফুল ও রুহুল ওয়েল্ডিং মিস্ত্রী।

আহতরা জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে দোকানে ওয়েল্ডিং এর কাজ করতে গেলে কোনো ভাবে দোকানে আগুন লেগে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক বার্ন ইউনিটে নিয়ে যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে জানান, ফরিদ ও সাইফুলের মুখে, হাতে ও গলায় বেশকিছু জায়গা পুড়ে গেছে। রুহুলের পিঠের নিচে একটু ঝলসে গেছে।

কর্তব্যরত চিকিৎসকরা দগ্ধদের ব্যবস্থাপত্রে জানান, ফরিদের ১৮ শতাংশ, সাইফুলের ২৭ শতাংশ ও রুহুলের চার শতাংশ দগ্ধ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এজেডএস/আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।