ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুর মুক্ত দিবসে শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
পিরোজপুর মুক্ত দিবসে শোভাযাত্রা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: মঙ্গলবার, ৮ ডিসেম্বর পিরোজপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল পিরোজপুর জেলা।



দিবসটি উপলক্ষে সকালে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা চত্বর থেকে মুক্তি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ভাগিরথী চত্বরে  শহীদ বেদিতে গিয়ে শেষ হয়। এরপর শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এ কে এম আউয়াল, মুক্ত দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান, নারী নেত্রী লায়লা পারভীন, সদর উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান খালেক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় শহীদ বেদিতে দাঁড়িয়ে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত এবং স্বাধীনতা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে শপথ গ্রহণ করা হয়।

দিনের অন্যান্যে কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।