ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ডুয়েটে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

ডিস্টিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
ডুয়েটে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

গাজীপুর: গাজীপুরে প্রতিষ্ঠিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপ‍ুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।



তিনি জানান, সোমবার (০৭ ডিসেম্বর) ক্যাম্পাসে ছাত্রদের মধ্যে কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এর জন্য কারা দায়ী তা তদন্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. নাসিম আকতারের নেতৃত্বে কমিটিতে তিনজন সদস্য রয়েছেন।

এদিকে ১০ ডিসেম্বর থেকে ডুয়েটের বিভিন্ন বিভাগে অনুষ্ঠেয় পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আলোচনা না করেই পিছিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে উপাচার্য ড. আলাউদ্দিন এই প্রতিবেদককে বলেন, ‘১০ ডিসেম্বর বিভিন্ন বিভাগে পরীক্ষা অন‍ুষ্ঠানের সূচি নির্ধারিত ছিল।

তবে কী কারণে পিছিয়ে দেওয়া হয়েছে তা খতিয়ে দেখতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর খালেদ খলিলকে প্রধান করে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এর আগে সোমবার (০৮ ডিসেম্বর) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডুয়েটে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১২ জন আহত হন।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওইদিন বিকেলেই অনির্দিষ্টকালের জন্য ডুয়েট বন্ধ ঘোষণা করে আবাসিক হল ত্যাগ করতে শিক্ষার্থীদের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।